Thursday, September 19

কানাইঘাটে জামায়াতের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

নিজস্ব প্রতিবেদক:
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী কাদের মোল্লাকে যুদ্ধাপরাধের দায়ে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ ফাঁসির রায় প্রদানের প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী টানা দু’দিনের সকাল সন্ধ্যা হরতাল কানাইঘাটে শান্তিপূর্ণ পালিত হয়েছে। তবে হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, গাছবাড়ী বাজার, সড়কের বাজার, বোরহান উদ্দিন বাজারসহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করে। হরতালে পৌর শহেরর দোকান পাট, ব্যাংক-বীমা ও অফিস পাড়া খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। হরতালের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম, নায়েবে আমির মাওঃ আব্দুল মালিক, সেক্রেটারী মাওঃ কামাল উদ্দিন, জামায়াত নেতা শরিফ উদ্দিন, মাওঃ আলিম উদ্দিন, ডাঃ রকিব আহমদ, ডাঃ সোহাগ মিয়া, হাফিজ তাজ উদ্দিন, শিবির সভাপতি রশিদ আহমদ, সেলিম উদ্দিন, শামীম আহমদ, গিয়াস উদ্দিন, হাফিজ শাকির আহমদ, আবু বক্কর প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়