Wednesday, September 25

সিপিআইএম দলে নেতৃত্বের বদল প্রয়োজন : সোমনাথ চট্টোপাধ্যায়

কলকাতা : একের পর এক ভোটে বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গের সিপি(আই)এম দলে নেতৃত্ব বদলের পক্ষে মত দিলেন লোকসভার সাবেক অধ্যক্ষ তথা প্রবীণ বাম রাজনীতিবিদ সোমনাথ চট্টোপাধ্যায়। 
পশ্চিমবঙ্গ পৌরসভার ভোটে বামেদের ভরাডুবি প্রসঙ্গে সোমবার কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমনাথ বাবু বলেন ‘দল হেরে গেলে যেমন কোচ, ক্যাপ্টেন বদল করতে হয়, ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপলব্ধি করা উচিত কখন তাঁরা নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন বাম রাজনীতি দুর্বল হয়ে পড়েছে। অবিলম্বে বিষয়টি নিয়ে দলের নেতাদের পুনর্বিবেচনা করা উচিত। তাঁদের উচিত গদির মোহ ভুলে তাঁদের উচিত আগামীদিনের কথা ভাবা। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতে, খেটে খাওয়া মানুষের স্বার্থে এই বাম রাজনীতি শক্তিশালী হওয়া প্রয়োজন। 
সোমনাথ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে সমর্থন করেছেন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ। তিনি বলেন সাধারন মানুষও নেতৃত্বে বদল চাইছেন, সাধারন মানুষের মনের কথা বোঝাটাও রাজনৈতিক দলের কর্তব্য বলে মনে করেন তিনি। কিছু পুরোনো মুখ না বদলালে ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব হবে তা নিয়েও সন্দে প্রকাশ করেছেন উদয়ন গুহ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়