Monday, September 30

সীমান্তে যুদ্ধবিরতিতে একমত নওয়াজ-মনমোহন

ঢাকা : ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সীমান্তে যুদ্ধবিরতিতে একমত হয়েছেন। দুই দেশের নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা কমানোর বিষয়ে সমন্বিত শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে রোববার ঘন্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর দ্য ডন, এনডিটিভি।

নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে যুদ্ধবিরতি আনয়ন প্রসঙ্গে দু’জন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার উপর পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব দেয়া হয়। অবশ্য ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন বৈঠকের সময় নির্ধারণ করা হয়নি। বৈঠকে নেওয়াজ শরীফ ও মনমোহন সিং পরস্পরকে নিজ দেশ সফরের আমন্ত্রন জানান।

প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের সাথে ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ, অর্থমন্ত্রী ইশাক দর, পানি ও বিদ্যুৎ মন্ত্রী খাজা আসিফ, পররাষ্ট্র সচিব জলিল আব্বাস জিলানিসহ জাতিসংঘের পাক প্রতিনিধি মাসুদ খান।

ভারতীয় প্রতিনিধি দলে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, পররাষ্ট্র সচিব সুজাতা সিংসহ অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়