ঢাকা : সরকারি কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম তিনি বলেন, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা অহেতুক ও অপ্রয়োজনীয় কথা বলবেন না। প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা পরিশ্রম করছি, আর আপনারা অহেতুক কথা বলে আমাদের বিপদে ফেলবেন তা হবে না।
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, জাতিসংঘে যাওয়ার জন্য বিএনপি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিল। আসলে সেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা এখন বুঝছি। দারিদ্র বিমোচনের জন্য প্রধানমন্ত্রী সাউথ-সাউথ পুরস্কার পেয়েছেন। এজন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। দেশবাসীর পক্ষে থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।
তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, আন্দোলন মিস করেছেন। এখন নির্বাচনের জন্য প্রস্তুত হন। বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তির আশ্রম নয়, মাঠে থাকবে এবং আপনাদের সকল নৈরাজ্য প্রতিহত করবে। ‘একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না’ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দল নেতা বেগম খালেদার জিয়ার এ বক্তব্যের জবাবে নাসিম বলেন, আপনার এবং আপনার স্বামীর মতো একদলীয় নির্বাচন করাবো না। আপনাদের নিয়েই নির্বাচন করতে চাই।
২৪ অক্টোবরের পর বিএনপির রাজপথ দখলের হুমকির সমালোচনা করে নাসিম বলেন, ২৪ অক্টোবরের পর দেশে কিছুই হবে না। বিএনপি অহেতুক হুমকি-ধামকি দেয়। তাদের আন্দোলন করার শক্তি বা ক্ষমতা নেই। আমরা ক্ষমতায় থেকেই নির্বাচন করবো। দুনিয়ার বুকে কারো ক্ষমতা নেই নির্বাচন ঠেকানোর।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বক্তব্য দেন।---ডিনিউজ
বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নাসিম তিনি বলেন, যারা বিভিন্ন দায়িত্বে আছেন, আপনারা অহেতুক ও অপ্রয়োজনীয় কথা বলবেন না। প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা পরিশ্রম করছি, আর আপনারা অহেতুক কথা বলে আমাদের বিপদে ফেলবেন তা হবে না।
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে নাসিম বলেন, জাতিসংঘে যাওয়ার জন্য বিএনপি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিল। আসলে সেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা এখন বুঝছি। দারিদ্র বিমোচনের জন্য প্রধানমন্ত্রী সাউথ-সাউথ পুরস্কার পেয়েছেন। এজন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাই। দেশবাসীর পক্ষে থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।
তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, আন্দোলন মিস করেছেন। এখন নির্বাচনের জন্য প্রস্তুত হন। বিএনপির আন্দোলনের হুমকির জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তির আশ্রম নয়, মাঠে থাকবে এবং আপনাদের সকল নৈরাজ্য প্রতিহত করবে। ‘একদলীয় নির্বাচন হতে দেওয়া হবে না’ বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দল নেতা বেগম খালেদার জিয়ার এ বক্তব্যের জবাবে নাসিম বলেন, আপনার এবং আপনার স্বামীর মতো একদলীয় নির্বাচন করাবো না। আপনাদের নিয়েই নির্বাচন করতে চাই।
২৪ অক্টোবরের পর বিএনপির রাজপথ দখলের হুমকির সমালোচনা করে নাসিম বলেন, ২৪ অক্টোবরের পর দেশে কিছুই হবে না। বিএনপি অহেতুক হুমকি-ধামকি দেয়। তাদের আন্দোলন করার শক্তি বা ক্ষমতা নেই। আমরা ক্ষমতায় থেকেই নির্বাচন করবো। দুনিয়ার বুকে কারো ক্ষমতা নেই নির্বাচন ঠেকানোর।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বক্তব্য দেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়