Wednesday, September 18

১৭ তম সন্তানের অপেক্ষায় ব্রিটিশ নারী!

ঢাকা : ব্রিটিশ দম্পতি ব্যাকার ও র‌্যাডফোর্ড ছোট পরিবার সুখি পরিবার এমন ধ্যান ধারণায় বিশ্বাস করেন না। একের পর সন্তান জন্ম দিয়েই যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই নারী। তারপরেও সন্তুষ্ট নন র‌্যাডফোর্ড। তার আরো সন্তান চাই। এরই মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বড় পরিবার হিসেবে খ্যাতিও অর্জন করেছেন ওই দম্পতি। ১৬ তম সন্তানের পর এবার ১৭তম সন্তানের অপক্ষোয় আছেন র‌্যাডফোর্ড। পরিবারে নতুন মেহমান আসছে এমন খবরে এখন আনন্দের বন্যা বইছে তাদের পরিবারে।
 
সোমবার ডেইলি মেলের এক খবরে বলা হয়, মা স্যু র‌্যাডফোর্ডের কোল জুড়ে জন্ম নিতে যাচ্ছে র‌্যাডফোর্ড পরিবারের ১৭তম সন্তানটি! আগামী এপ্রিলেই শুভ আগমন ঘটবে এই নবজাতকের। তবে  ছেলে নাকি মেয়ে হবে তা জানেন না ল্যাঙ্কাশায়ারের এই দম্পতি। কিন্তু নতুন অতিথিকে স্বাগত জানাতে এখন থেকেই প্রস্তুত তারা।
 
মাত্র এগার মাস আগেই এই পরিবারের ১৬তম সদস্যের আগমন ঘটে। আর বছর না ঘুরতেই ১৭তম সন্তানের আগমনী বার্তায় আবারো আলোচনার শীর্ষে অবস্থান করছে ব্রিটেনের এই পরিবারটি।

উল্লেখ্য, স্যু ও নোয়েলের নয় ছেলে আর সাত মেয়ের মধ্যে সবচেয়ে বড় হল কৃষ(২৪) আর সবচেয়ে ছোটটি হল মাত্র ১১ মাসের ক্যাসপার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়