Tuesday, September 3

শক্তিধর হলেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যাবে না: ওবামাকে ইমরান

ঢাকা : সিরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অবস্থান ও দেশটিতে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের তেহরিক-ই ইনসাফ দল বা পিটিআই’র প্রধান ইমরান খান।

তিনি বলেন, সিরিয়া সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কি-না তা জাতিসংঘ পর্যবেক্ষকদের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রমাণ হবে এবং এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে হলে তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমেই নিতে হবে।

ইমরান খান সুস্পষ্ট ভাষায় বলেন, শক্তিধর দেশের প্রেসিডেন্ট হলেই আইন ভাঙা যাবে না।

সিরিয়ায় হামলা চালানোর জন্য ওবামা মার্কিন কংগ্রেসের অনুমোদন চেয়ে যে প্রস্তাব পাঠিয়েছেন তারও সমালোচনা করেন ইমরান খান। তিনি বলেন, সিরিয়া একটি আন্তর্জাতিক ইস্যু; মার্কিন কংগ্রেস অনুমোদন দিলেই তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বৈধতা পেতে পারে না।

এ সময় তিনি পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন ড্রোন হামলার নিন্দা ও সমালোচনা করে বলেন, তার দেশও এ ধরনের সামরিক ভোগান্তির শিকার যা সম্পূর্ণভাবে অবৈধ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়