Tuesday, September 10

কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আল-মুশাহিদ ফুযালা পরিষদের মতবিনিময় সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক
 উপমহাদেশের অন্যতম প্রাচীন ধর্মীয় বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার ৬০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের প্রস্তুতি তুলে ধরে আল-মুশাহিদ ফুযালা পরিষদের উদ্যোগে কানাইঘাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টায় মাদ্রাসা ভবনে ফুযালা পরিষদের কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী। পরিষদের প্রচার সম্পাদক ক্বারী হারুনুর রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারী ২দিন ব্যাপী ৬০ সালা দস্তারবন্দী সম্মেলনের প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও সার্বিক তথ্যাদি তুলে ধরে বক্তব্য রাখেন, ফুযালা পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আলীমুদ্দীন দুর্লভপুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ শামসুদ্দীন দুর্লভপুরী, মাওঃ হাফিজ হারুনুর রশিদ উজানীপাড়ী, অর্থ সম্পাদক মাওঃ আব্দুল হক। পরিষদের সভাপতি আল্লামা লক্ষ্মীপুরী বলেন-দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর অদ্যাবধি পর্যন্ত শত শত আলেম উলামা সৃষ্টির মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার-প্রচারণা ও খেদমত করে যাচ্ছে। তিনি দস্তারবন্দী সম্মেলনের তাৎপর্য তুলে ধরে সম্মেলন সফল করার জন্য কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতাসহ  কামনা করেন। মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সেক্রেটারী এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মাহবুবুর রশিদ, আব্দুন নূর, কর্মরত সাংবাদিকদের মধ্যে বদরুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী, আমিনুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফুযালা পরিষদের সদস্য মাওঃ খালিদ সাইফুল্লাহ, মাওঃ শফিকুর রহমান, মাওঃ হাফিজ নজির আহমদ, মাওঃ হাফিজ সিদ্দিক আহমদ, মাওঃ শিহাব উদ্দিন, মাওঃ খলিলুর রহমান, মাওঃ এনামুল হাসান, মাওঃ তৈয়্যিব আহমদ । সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রেজওয়ানুল করিম। 


শেয়ার করুন

1 comment:

  1. হেলাল আহমদ,সৌদি আরবSeptember 11, 2013 at 9:05 PM

    ৬০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন সফল হোক

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়