Wednesday, September 25

খাল-নদী দখলমুক্তকরণে আলোচনা সভা

পিরোজপুর: পরিবেশ বাচাতে পিরোজপুরের সকল খাল- নদী দখলমূক্ত করতে এবং দখলমূক্ত রাখতে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে পিরোজপুরে অনুষ্ঠিত হল ‘বলেশ্বর নদ ও দামোদর-ভারানী খাল দখল মুক্তকরনে জনসচেতনতা, জনঅংশগ্রহন ও প্রতিরোধবিষয়ক আলোচনা সভা’। পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তনে আজ বুধবার সকাল ১০ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অনল চন্দ্র দাস।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব,পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলি তৌহিদুল ইসলাম, পিরোজপুর পৌরসভার কতিপয় সাবেক ও বর্তমান কাউন্সিলর, শিক্ষাবিদ,সাংবাদিকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক মাইনুল আহসান মুন্না।

অর্ধদিবসব্যাপী এ আলোচনাসভায় বক্তারা পরিবেশ বাচাতে খাল-নদী খনন করে কিভাবে দখলমুক্ত রাখা যায় সে বিষয়ে আলোচনা করেন।তারা বলেন প্রশাসন ও জনপ্রতিনিধিদের সদিচ্ছার অভাবে বলেশ্বরসহ অন্যান্য খাল ও নদী দখল মুক্ত হচ্ছে না, জেলা প্রশাসক বলেন সবাই যদি সাথে থাকে তাহলে অবিলম্বে এসব স্থানকে দখল্মুক্ত করা সম্ভব হবে। এজন্য সকলকে সহযোগিতা করতে হবে।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়