Sunday, September 22

রাজধানীবাসী নাকাল তীব্র যানজটে


ঢাকা: রাজধানীতে প্রতিদিনই পাল্লা দিয়ে প্রাইভেট কারের সংখ্যা বাড়লেও সেই তুলনায় গণপরিবহন বাড়ছে না। ফলে প্রতিদিনই রাজধানীবাসী তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন। আর যানজটের কারণে দিনের একটি বড় সময় নষ্ট হচ্ছে স্কুল কলেজ ও বাইরে কাজে যাওয়া-আসা মানুষদের। তবে রাজধানীতে যানজট কমাতে বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হলেও এ সমস্যার কোনো পরিবর্তন হয়নি। প্রাইভেট কারের আধিপত্যের কারণে যানজট নিরসনে সরকারি কোনো উদ্যোগই কাজে আসছে না বলে জানা গেছে।

প্রতিদিনই রজধানীতে যানজটে সবচেয়ে বড় ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। তাই নিরুপায় মানুষগুলোর কর্মঘণ্টার একটি বড় অংশ অসহনীয় যানজটের ব্যয় হচ্ছে। এর পেছনে অপরিকল্পিত নগরায়ন এটির কারণ হলেও সব থেকে বড় যেটি তা হচ্ছে প্রাইভেট কারের আধিপত্য—এতে দ্বিমতের কোনো অবকাশ নেই। এছাড়া রাস্তার একটি বড় অংশ প্রাইভেট কার পার্কিংয়ের কারণে বন্ধ থাকছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে ব্যবস্থা নিলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন চোখে পড়ছে না রাজধানীবাসীর।

প্রাইভেট কারের আধিপত্য কমাতে বিভিন্ন সংগঠন দাবি জানালেও ভুক্তভোগী জনগণের এ ভোগান্তি থেকে মুক্ত হতে পারছে না। আর নতুন করে রাস্তায় প্রাইভেট কার না নামিয়ে অধিক হারে গণপরিবহন নামানোর দাবি রাজধানীবাসী ও বিভিন্ন সংগঠনের।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়