ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আয়নায় নিজের মুখ দেখতে বললেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার ভাষা, অঙ্গভঙ্গি সংসদীয় আচরণ ও গণতন্ত্রের মধ্যে পড়ে না। আয়নায় নিজের মুখ দেখুন এবং গণতন্ত্রকে রক্ষা করতে ভাষা ও অঙ্গভঙ্গি পরিবর্তন করুণ।’
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইনঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘নরসিংদীতে খালেদা জিয়ার মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, ‘বিরোধী দলীয় নেতা একদিকে সরকারকে উৎখাত করবেন, অন্যদিকে রাজনৈতিক কৌশল হিসেবে ভেতরে ভেতরে নির্বাচনী প্রস্তুতি নেবেন। এভাবে গণতন্ত্রকে রক্ষা করা যায় না।’
তিনি বলেন, ‘আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। এ ব্যাপারে বিরোধী দলের কোনো বিকল্প মত থাকলে সাংবিধানিক কাঠামোর মাধ্যমে আলোচনা করে সমাধান করা যেতে পারে। বিরোধী দলের সঙ্গে আলোচনার পথ খোলা রয়েছে। এ আলোচনা সংসদ ও তার বাইরে হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিরোধী দল যত কথাই বলুক না কেন, গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হবে। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।’
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমশিনকে নিয়ে বিরোধী দল মেরুদণ্ডহীন বলছে। কিন্তু নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকার সৃষ্টি করেনি। নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে করা হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনেই গত সব কয়টি নির্বাচনে বিরোধী দল জয়ী হয়েছে। তাই এসব ইস্যু দিয়ে গণতন্ত্রকে বিলুপ্ত করা যাবে না। আগামী সংসদ নির্বাচন লেবেল প্লেইং ফিল্ডের মাধ্যমেই হবে। ’
যুক্তরাষ্ট্রের পরারাষ্ট্র মন্ত্রী জন কেরি চিঠি দিয়ে দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এ চিঠি প্রয়োজন নেই। আগামীতে আলোচনা করেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষে নির্বাচন হবে।’
আওয়ামী লীগের ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক এমপি ও নৌকা সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা হাজি সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন কবির মিজি, মো. লুৎফর রহমান, নাজিম মিয়া, সাম্যবাদী দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় নেতা সফিকুল বাহার মজুমদার টিপু প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়