ঢাকা: সোমালিয়ার জঙ্গি গোষ্ঠি আল সাবাহ কেনিয়ার রাজধানী নাইরোবির বিপণিবিতানে হামলার দায়িত্ব স্বীকার করেছে। আল সাবাহর এক উর্ধ্বতন নেতার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। শনিবারের ওই হামলায় ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দেড়শ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা বিবিসিকে জানান, নাইরোবির ওয়েস্টগেইট শপিং সেন্টারের ভয়াবহ হামলাটি তারাই করেছে। সোমালিয়ায় কেনীয় সেনা পাঠানোর প্রতিবাদে তারা ওই হামলা চালিয়েছে বলে তিনি জানান। ২০১১ সালে সোমালিয়ার ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার জন্য কেনিয়া্ সেখানে প্রায় চার হাজার সেনা পাঠায়।
শনিবারের ওই হামলার সময় জঙ্গিরা কয়েক জনকে পণবন্দি করে নিয়ে যায়। তবে কতজনকে বন্দি করা হয়েছে এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে তা স্পষ্ট নয়।---ডিনিউজ
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়