ঢাকা : বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা নির্বাচন প্রতিরোধের ঘোষণা দিতে পারে তাদের সাথে সংলাপ হতে পারে না।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে বনমন্ত্রী বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচন প্রতিহতের প্রস্তুতি নিয়ে লাভ হবে না।
হাছান মাহমুদ বলেন, কৃষিতে বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সবকার। সরকার গঠনের সময় কৃষি ও খাদ্য উৎপাদনে ঘাটতি ছিল ১৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১ কোটি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরও সরকার এই ঘাটতি পূরণ করে বাড়তি ১ কোটি মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা মীর হোসেন আক্তার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।---ডিনিউজ
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে বনমন্ত্রী বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচন প্রতিহতের প্রস্তুতি নিয়ে লাভ হবে না।
হাছান মাহমুদ বলেন, কৃষিতে বিপ্লব ঘটিয়ে সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সবকার। সরকার গঠনের সময় কৃষি ও খাদ্য উৎপাদনে ঘাটতি ছিল ১৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে প্রায় ১ কোটি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরও সরকার এই ঘাটতি পূরণ করে বাড়তি ১ কোটি মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সংগঠনের উপদেষ্টা ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা মীর হোসেন আক্তার, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়