সোনারগাঁ : আদালতের আইন না মেনে নারায়গঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় ইষ্ট টাউন নামের একটি কোম্পানী নিরীহ মানুষের শত শত বিঘা আবাদি জমি জোরপূর্বক দখল করে মাটি ভরাট কাজ চালিয়ে যাচ্ছে।
ভূক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার মদনপুর ইউনিয়নের চানপুর মৌজার ৭০ থেকে ৮০ জনের মতো নিরীহ মানুষের শত,শত বিঘা আবাদি জমি দখল করে মাটি ভরাটের কাজ চালাছে ইষ্ট টাউন নামের এই কোম্পানীটি।
এব্যাপারে ওই এলাকার ভূক্তভোগী জমির মালিকদের পক্ষে আদালত আইন জারি করে। কিন্তু কম্পানী আদালতের আইন অমাণ্য ও তুয়াক্কা না করে দখল মাটি ভরাটের কাজ করেই চলছে। এই কম্পানীর অবৈধ দখল ও মাটি ভরাটের কাজ বন্ধের দাবি জানান মদনপুর এলাকার জমির মালিকরা।
নাম প্রকাশ্যে কয়েকজন জানান, পুলিশের নাকের ডগায় সাধারণ জনগণের জায়গা জমি জোরপূর্বক দখল করে আদালতের আইনকে অমাণ্য করে ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে। রহস্যজনক কারণে পুলিশ নিরব ভূমিকা পালন পালন করছে।
এ ব্যাপারে এলাকার ভূক্তভোগী জমির মালিকরা অবৈধ দখল ও মাটি ভরাটের কাজ বন্ধের দাবি জানিয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়