Wednesday, September 11

সীমান্তে ড্রোন মোতায়েন পরিকল্পনার ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ


ঢাকা: বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের চালকবিহীন বিমান (ড্রোন) মোতায়েনের পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার এ বিষয়ে নয়া দিল্লির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিএসএফ কর্মকর্তার বরাত দিয়ে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, রাতের পাহারা জোরদার করতে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও চালকবিহীন বিমান (ড্রোন) মোতায়েনের পরিকল্পনা করছে ভারত।

বিএসএফের মহাপরিচালক সুভাষ যোশীর বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ইউএভি (মানববিহীন আকাশ যান) মোতায়েনের ওই পরিকল্পনা শান্তি রক্ষার স্বার্থে। পশ্চিমের পাকিস্তান সীমান্তে শুধু নয়, বরং বাংলাদেশ সীমান্তেও এর ব্যবহার হবে। ড্রোন ভূমি থেকে ১০ হাজার ফুট ওপর থেকে সীমান্ত পর্যবেক্ষণ করবে।

এই সংবাদ প্রকাশের পরই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলো।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়