মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে নারীদের নিয়ে “আপনারা কেমন আছেন ?” শিরোনামে এক অন্তরঙ্গ সংলাপের আয়োজন করা হয়। নারী উন্নয়ন ও নারীর মতায়ন, নারী সমাজের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সংলাপের আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষিকা, মহিলা এনজিও কর্মী, নারী শ্রমিক ও সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত সদস্যা সংলাপে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী (অঃ দঃ), উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কান্তি ভূষণ ভট্টাচার্জ সংলাপে অংশগ্রহণকারী মহিলাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও সংলাপ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সেক্রেটারী এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন ও সাংবাদিক আব্দুন নুর।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়