Monday, September 30

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। আটদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তিনি আজ বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। বিমানবন্দরে তাকে অভিনন্দন জানাতে অসংখ্য নেতাকর্মীরা জমায়েত হন। সাউথ-সাউথ পুরষ্কার অর্জন করায় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী উপস্থিত সবার সামনে বক্তব্য রাখেন। এর আগে নিউইয়র্কের স্থানীয় সমায় সকাল ১১ টা ২০ মিনিটে জেএফকে এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে বিদায় জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, রাষ্ট্রদূত আকরামুল কাদেরসহ উর্ধ্বতন কর্মকর্তারা। জাতিসংঘের ৬০৮তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে ১৩৩ সদস্যবিশিষ্ট দল নিয়ে গত ২৩শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান শেখ হাসিনা। সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার দেয়া সংবর্ধনা সমাবেশে যোগ দেন তিনি।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়