Monday, September 2

সিরিয়া আগ্রাসনের সবুজ সংকেত দেয়ার অবস্থায় নেই মার্কিন কংগ্রেস: জারিফ

ঢাকা: ইরান বলেছে, সিরিয়ার ওপর 'সম্মিলিত' সামরিক আগ্রাসনের সবুজ সংকেত দেয়ার ক্ষমতা মার্কিন কংগ্রেসের নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ  বলেন, "একমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদই বিশেষ কিছু ক্ষেত্রে সম্মিলিত সামরিক অভিযান চালানোর অনুমতি দিতে পারে। জাতিসংঘ ঘোষণার সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে নিরাপত্তা পরিষদ।" আন্তর্জাতিক আইন অনুযায়ী,, কোনো দেশের একক সিদ্ধান্তে একাধিক শক্তি একটি দেশে যৌথ হামলা চালাতে পারে না। 

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার ওপর হামলার বিষয়টি কংগ্রেসের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়ার পর এ মন্তব্য করলেন জাওয়াদ জারিফ। আগামী ৯ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসের পরবর্তী অধিবেশন বসবে।

তিনি আরো বলেন, "মিস্টার ওবামা তার ব্যক্তিগত ইচ্ছে অনুযায়ী আন্তর্জাতিক আইনে পরিবর্তন বা তা লঙ্ঘন করতে পারেন না।" ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "(কংগ্রেস বসার আগে) হাতে যে ক'দিন সময় আছে সে দিনগুলোতে মিস্টার ওবামার উচিত সিরিয়ায় হামলার বিষয়টি নিয়ে আবার ভাবা। কারণ, যুদ্ধ কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করে না।" জারিফ এক্ষেত্রে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন।

 ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য একটি বারুদের গুদাম। এখানে বলপ্রয়োগ করার অর্থ সেই গুদামে আগুন ধরিয়ে দেয়া। আমেরিকা যতই সীমিত হামলার দাবি করুক না কেন বারুদের গুদামে আগুন লেগে গেলে তা নিভানোর শক্তি কারো থাকবে না।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, সিরিয়ার ওপর হামলা হলে তা কেবল ওই দেশটিতে সীমাবদ্ধ থাকবে না। এ ছাড়া, ইরানের জাতীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক হোসেইন শাইখুল ইসলাম বলেছেন, সিরিয়ায় হামলা হলে ইসরাইল হবে পাল্টা হামলার প্রথম শিকার।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়