শেরপুর: শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ হল রুমে বৃহস্পতিবার দিন ব্যাপী মানুষ-হাতি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বন বিভাগ ও হিউম্যান ইকোনোমিক ডেভেলপমেন্ট স্সোাইটি (হিডস) এর বাস্তবায়নে এবং বিশ্ব ব্যাংক এর সহযোগীতায় দিন ব্যাপী এ কর্মশালায় হিডস এর নির্বাহী পরিচালক রহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান একে এম ওবায়দুর রহমান, সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, ময়মনসিংহ বন বিভাগের এসিএফ সুমন দাস, শেরপুর জেলা বন্য প্রানি ও প্রকৃতি সংরক্ষন কর্মকর্তা কামরুজ্জামান, স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন শাইন’র নির্বাহী পরিচালক মুগনিউর রহমান মনি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মেহেদী ইকবাল, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা ও বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মাহবুবুল আলম প্রমূখ। অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী উত্তরাঞ্চলে হাতির কবল থেকে মানুষের জানমালের রক্ষার জন্য বিভিন্ন ধরনের গঠনমূলক বক্তব্য রাখেন। এতে অংশ গ্রহণ করে সীমান্তবর্তী এ অঞ্চলের সরকারী বন বাগানের অংশীদার ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্টানটি সঞ্চালনা করেন হিডস’র সুপারভাইজার আনছার আলী।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়