Monday, September 16

৭৫ পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি


ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরাজিত হওয়ার পরও স্বাধীনতা বিরোধী শক্তি কখনোই বসে ছিল না।  তাই ৭৫ পরবর্তী সময়ের প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়া হয়নি।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচটি ইমামের লেখা বাংলাদেশ সরকার ১৯৭১ থেকে ৭৫ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণেই স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই মিত্র বাহিনীর ভারতীয় সদস্যরা দেশে ফেরত যায়। তিনি এ সময় আরও বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশকে যখন দ্রুত গড়ে তোলার কাজ চলছিল তখনই স্বাধীনতা বিরোধী শক্তি তাঁকে সপরিবারে হত্যা করে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সরকারের উন্নয়ন দর্শন যারা নিজ চোখে দেখেছেন নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে তাঁদেরকেও লেখার আহবান জানান প্রধানমন্ত্রী।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়