Monday, September 30

রায় দেখে প্রতিক্রিয়া জানাবে বিএনপি


ঢাকা: আগামীকাল রায় দেখেই প্রতিক্রিয়া জানানো হবে বললেন, দলটির নীতিনির্ধারক নেতারা । বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় হচ্ছে আগামীকাল। এনিয়ে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অবস্থান পরিষ্কার করা হয়নি। ঘোষণা করা হয়নি কোন কর্মসূচি।  বিএনপির এ শীর্ষ নেতার রায় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে দলটি।
 
এই বিচার সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির  সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান মানবজমিনকে বলেন, বিএনপি সব সময়ই যুদ্ধাপরাধের বিচারের পক্ষে। তবে আমরা আগেই বলেছি, বিচার হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের জন্য অপেক্ষা করবো। রায়ের পরেই দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে।  এ ব্যাপারে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারটি সম্পূর্ণ প্রহসনমূলক বিচার। বিচারটি আন্তর্জাতিক মানসম্পন্ন হয়নি। প্রতিপক্ষকে ঘায়েল করতেই সরকার প্রহসনমূলক বিচার করছে। তবে সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য অপেক্ষা করবো। আদালত কি রায় দেয় তা দেখে আমরা দলের অবস্থান জানাবো। 

তবে এর আগে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে রায় হলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি। তবে জামায়াতের পক্ষ থেকে রায়ের দিন ও রায়ের পরদিন হরতাল পালন করা হয়। গত ১৪ই আগস্ট শুনানি শেষে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৬শে জুলাই তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার এক মামলায় ওই বছরের ১৬ই ডিসেম্বর এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৯শে ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়