Saturday, September 28

সাতক্ষীরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা


সাতক্ষীরা: জমি-জমা সংক্রান্ত বিরোধে ৬০ উর্দ্ধো রজব আলী ঢালি নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে শনিবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। 
স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলি খান জানান, আখড়াখোলা গ্রামের রজব আলী ঢালি’র সাথে প্রতিবেশি এনায়েত ঢালি’র জমি নিয়ে বিরোধ চলছিল। 
এ নিয়ে সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্য়ায়ে রজব আলী ঢালিকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। 
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়