Saturday, September 14

সাতবাঁক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ চুরির মামলা রেকর্ড হওয়ায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: 
কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলামের বিরুদ্ধে কানাইঘাট থানায় গত বৃহস্পতিবার গাছ চুরির মামলা রেকর্ড হওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় ও জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মাষ্টার ফয়জুল ইসলাম সাতবাঁক ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এ নিয়ে তার বিরুদ্ধে পর পর তিনটি মামলা দায়েরের ঘটনায় ইউনিয়নের নাগরিকবৃন্দের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা গুঞ্জন চলছে। অভিযোগে জানা যায়, ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম ও ইউপির নয়া ঠাকুরের মাটি গ্রামের জসিম উদ্দিন (৪০), ওলিউর রহমান (৪৫) সহ অজ্ঞাতনামা কয়েকজন প্রায় তিন মাস পূর্বে ইউনিয়নের দলইমাটি-চরিপাড়া রাস্তার পাশ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের তিনটি আকাশি গাছ কেটে নিয়ে যান। পরবর্তীতে সরকারী গাছগুলি চুরি করে আত্মসাতের ঘটনায় সরকারের বিরাট অংকের ক্ষতি হয়েছে অভিযোগ এনে গত বুধবার নয়াঠাকুরের মাটি গ্রামের নূর উদ্দিন (৬০) বাদী হয়ে কানাইঘাট থানায় চেয়ারম্যান ফয়জুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন বরাবরে পৃথক আরও একটি অভিযোগ নূর উদ্দিন বাদী হয়ে দেন। ইউএনও’র বরাবরে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী ঋতু বাবু এবং থানায় অভিযোগের প্রেক্ষিতে এসআই ফজলুল আলম গত বৃহস্পতিবার সরজমিনে ঘটনাস্থলে তদন্তে যান। পৃথক তদন্তকালে চেয়ারম্যান ফয়জুল ইসলাম, পরিষদের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐ দিনই কানাইঘাট থাকায় সরকারী রাস্তার গাছ কাটিয়া চুরি করার অপরাধে দঃ বিঃ ৩৭৯ ধারায় চেয়ারম্যান ফয়জুল ইসলামসহ ৩ জনের বিরুদ্ধে নূর উদ্দিনের দায়েরকৃত অভিযোগটি রেকর্ড করা হয়। থানার মামলা নং-(০৯)১২/০৯/১৩। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারই পৈত্রিক জমির একটি অংশে চরিপাড়া রাস্তার পাশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী ভূমিহীন নূর উদ্দিন বসবাস করে থাকে। যে অভিযোগে থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ সাজানো ও প্রতিহিংসামূলক উল্লেখ করে বলেন,  বিগত কালবৈশাখী ঝড়ে রাস্তার পাশে নিজস্ব ভূমিতে অবস্থিত অনুমানিক এক হাজার টাকা মূল্যের দুটি আকাশি গাছ উপড়ে পড়ে। পরবর্তীতে মামলার বাদী নূর উদ্দিন, ও সৈয়দ তাদের মাছের পুকুরে কাটা হিসেবে ফেলে রাখে। বৃহস্পতিবার পুলিশী তদন্তকালে নূর উদ্দিনের পুকুর থেকে গাছের ডালপালা পুলিশ উদ্ধার করার পরও তার প্রতিপক্ষ প্রভাবশালীচক্রের ইন্দনে তার বিরুদ্ধে গাছ চুরির মামলা রেকর্ড করা হয়েছে। তিনি বিষয়টি সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারকে অবহিত করেছেন।  অপর দিকে সাতবাঁক নাগরিক পরিষদের সভাপতি ডাঃ বিলাল আহমদ ও ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুস আলী জানিয়েছেন সাতবাঁক ইউপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে ফয়জুল ইসলাম সীমাহীন দুর্নীতি অনিয়ম ও স্বেচছাচারিতা করে যাচ্ছেন। সরকারী গাছ কেটে চুরি করার অপরাধে তার বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়