Wednesday, September 18

আগামী বুধ ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল


ঢাকা: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে জামায়াত।

মঙ্গলবার দলটির এক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের এ নেতার বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আপিলের চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

এটিই মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধের দণ্ডের বিরুদ্ধে আপিলের প্রথম রায়। মামলাটির আপিল শুনানি শেষ হওয়ায় গত ২৩ জুলাই রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এর প্রায় দুই মাস পর রায় ঘোষণা হল।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়