Tuesday, September 3

শিগগিরই চালু হচ্ছে পথশিশুদের জন্য ব্যাংকিং সেবা

ঢাকা: দেশে এই প্রথম পথশিশুদের ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসছে রূপালী এবং পূবালী ব্যাংক লিমিটেড। পথশিশুদের স্বাবলম্বী করা ও মাদকাসক্তমুক্ত করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রাজধানীর পথশিশুরা ১০ টাকার বিনিময়ে এ একাউন্ট খুলতে পারবে। যা থেকে কোন ধরনের চার্জ গ্রহণ করবে না কোন ব্যাংক। তাদের আমানতের সর্বোচ্চ সুদ প্রদান করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমাদের দেশেই প্রথম বারের মতো এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

এ হিসাবের মাধ্যমে পথশিশুদের দৈনিক আয়ের একটি অংশ ব্যাংকে জমা রাখতে পারবে। ১০ টাকা থেকে শুরু করে যে কোন অংকের টাকা জমা রাখতে পারবে। তাদের টাকা ১ লাখ বা তার বেশি হলে তাদের ফেরত ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়