বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি চিরসবুজ বৃক্ষের নাম সালমান শাহ। যার আর্বিভাব বাংলা চলচ্চিত্রকে সম্ভাবনার সপ্নই শুধু দেখায়নি তার সাথে দেখিয়েছে কীভাবে ভালোবেসে হৃদয় থেকে হৃদয় জয় করে দাপটের সাথে রাজত্ব করা যায়। আর তাইতো ক্ষনজন্মা এই পুরুষ শুধু সিনেমার পর্দাই নয়, এ দেশের মানুষের মনে সত্যিকারে নায়ক হয়ে আছেন। তাইতো মৃত্যুর ১৭ বছর হৃদয়ের মনিকোঠায় এখনও ঝলমল করে ওঠে এই মহানায়কের ছবি।
৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের সুপারবয় সালমান শাহর ১৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে লাখো ভক্ত কাঁদিয়ে চির বিদায় নেন সালমান শাহ। তার মৃত্যু নিয়ে অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু তার হত্যাকাণ্ডের কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি। প্রতিবছরের মতোই এবারও ভক্তরা শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করছেন তাকে।
৬ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের সুপারবয় সালমান শাহর ১৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে লাখো ভক্ত কাঁদিয়ে চির বিদায় নেন সালমান শাহ। তার মৃত্যু নিয়ে অভিযোগ উঠে যে, তাকে হত্যা করা হয়েছে। কিন্তু তার হত্যাকাণ্ডের কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি। প্রতিবছরের মতোই এবারও ভক্তরা শ্রদ্ধায় ভালোবাসায় স্মরণ করছেন তাকে।
৯০’র দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ’র প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। কিন্তু চলচ্চিত্র জীবনে তিনি সবার কাছে 'সালমান শাহ' বলেই পরিচিত ছিলেন। ১৯৭১ সালে সিলেট জেলায় অবস্থিত জকিগঞ্জ উপজেলায় তিনি জন্ম নেন। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে। ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন তিনি। তার স্ত্রীর নাম সামিরা।
সালমান শাহ খুলনা বয়রা মডেল হাইস্কুল শেষে ১৯৮৭ সালে ধানমণ্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ থেকে স্নাতক শেষ করেন।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।
সালমান শাহ খুলনা বয়রা মডেল হাইস্কুল শেষে ১৯৮৭ সালে ধানমণ্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরবর্তীতে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ থেকে স্নাতক শেষ করেন।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত 'কেয়ামত থেকে কেয়ামত' মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।
জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা সর্বমোট ২৭টি চলচ্চিত্র অভিনয় করেন। এছাড়াও টেলিভিশনে তার অভিনীত গুটি কয়েক নাটক প্রচারিত হয়।
একনজরে সালমান শাহ:
● আসল নাম : শাহরিয়ার চৌধুরী ইমন
● জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রোববার
● বাবা : কমর উদ্দিন চৌধুরী
● মা : নীলা চৌধুরী
● স্ত্রী : সামিরা
● উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি
● প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
● শেষ ছবি : বুকের ভেতর আগুন
● প্রথম নায়িকা : মৌসুমী
● সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)
● মোট ছবি : ২৭টি
● বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
● ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা
● একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
● মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার
সালমান শাহ অভিনীত ছবির তালিকা:
● কেয়ামত থেকে কেয়ামত - ১৯৯৩ সালের ২৫ মার্চ
● তুমি আমার - ১৯৯৪ সালের ২২ মে
● অন্তরে অন্তরে - ১৯৯৪ সালের ১০ জুন
● সুজন সখী - ১৯৯৪ সালের ১২ আগস্ট
● বিক্ষোভ - ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
● স্নেহ - ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
● কন্যাদান - ১৯৯৫ সালের ৩ মার্চ
● দেনমোহর - ১৯৯৫ সালের ৩ মার্চ
● স্বপ্নের ঠিকানা - ১৯৯৫ সালের ১১ মে
● আঞ্জুমান - ১৯৯৫ সালের ১৮ আগস্ট
● মহামিলন - ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
● আশা ভালোবাসা - ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
● 'প্রেমযুদ্ধ' - ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর
● বিচার হবে- ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
● এই ঘর এই সংসার - ১৯৯৬ সালের ৫ এপ্রিল
● প্রিয়জন - ১৯৯৬ সালের ১৪ জুন
● তোমাকে চাই - ১৯৯৬ সালের ২১ জুন
● স্বপ্নের পৃথিবী - ১৯৯৬ সালের ১২ জুলাই
● সত্যের মৃত্যু নেই - ১৯৯৬ সালের ৭ ই অক্টোবার
● জীবন সংসার - ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
● মায়ের অধিকার - ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
● চাওয়া থেকে পাওয়া - ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
● প্রেম পিয়াসী - ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
● স্বপ্নের নায়ক - ১৯৯৭ সালের ৪ জুলাই
● শুধু তুমি - ১৯৯৭ সালের ১৮ জুলাই
● আনন্দ অশ্রু - ১৯৯৭ সালের ১ আগস্ট
● বুকের ভেতর আগুন - ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর-----পরিবর্তন
● জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, রোববার
● বাবা : কমর উদ্দিন চৌধুরী
● মা : নীলা চৌধুরী
● স্ত্রী : সামিরা
● উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি
● প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
● শেষ ছবি : বুকের ভেতর আগুন
● প্রথম নায়িকা : মৌসুমী
● সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)
● মোট ছবি : ২৭টি
● বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
● ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা
● একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
● মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, শুক্রবার
সালমান শাহ অভিনীত ছবির তালিকা:
● কেয়ামত থেকে কেয়ামত - ১৯৯৩ সালের ২৫ মার্চ
● তুমি আমার - ১৯৯৪ সালের ২২ মে
● অন্তরে অন্তরে - ১৯৯৪ সালের ১০ জুন
● সুজন সখী - ১৯৯৪ সালের ১২ আগস্ট
● বিক্ষোভ - ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
● স্নেহ - ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
● কন্যাদান - ১৯৯৫ সালের ৩ মার্চ
● দেনমোহর - ১৯৯৫ সালের ৩ মার্চ
● স্বপ্নের ঠিকানা - ১৯৯৫ সালের ১১ মে
● আঞ্জুমান - ১৯৯৫ সালের ১৮ আগস্ট
● মহামিলন - ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
● আশা ভালোবাসা - ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
● 'প্রেমযুদ্ধ' - ১৯৯৫ সালের ২৩ ডিসেম্বর
● বিচার হবে- ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
● এই ঘর এই সংসার - ১৯৯৬ সালের ৫ এপ্রিল
● প্রিয়জন - ১৯৯৬ সালের ১৪ জুন
● তোমাকে চাই - ১৯৯৬ সালের ২১ জুন
● স্বপ্নের পৃথিবী - ১৯৯৬ সালের ১২ জুলাই
● সত্যের মৃত্যু নেই - ১৯৯৬ সালের ৭ ই অক্টোবার
● জীবন সংসার - ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
● মায়ের অধিকার - ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
● চাওয়া থেকে পাওয়া - ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
● প্রেম পিয়াসী - ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
● স্বপ্নের নায়ক - ১৯৯৭ সালের ৪ জুলাই
● শুধু তুমি - ১৯৯৭ সালের ১৮ জুলাই
● আনন্দ অশ্রু - ১৯৯৭ সালের ১ আগস্ট
● বুকের ভেতর আগুন - ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর-----পরিবর্তন
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়