Tuesday, September 10

ইউনূসের বিরুদ্ধে মন্ত্রিসভার সিদ্ধান্ত দুঃখজনক : এরশাদ

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সরকারের আক্রোশমূলক আচারণের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সরকার দূরভিসন্ধিমূলকভাবে তাকে হেনস্থা ও অপদস্থ করতে মামলাসহ বিভিন্ন পদক্ষেপ নিতে উদ্যত হচ্ছে। যা দুঃখজনক।

মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ এ কথা বলেন।

এরশাদ বলেন, ড. ইউনূস এ দেশের একজন সাধারণ ব্যক্তি নন- তিনি সেই ব্যক্তি  যিনি এ দেশের প্রথম নোবেল বিজয়ী ব্যক্তিত্ব এবং তার পরিচালিত গ্রামীণ ব্যাংকও যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেছে। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মন্ত্রিসভার সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। এ আচারণে বিশ্বের কাছে গোটা জাতির মাথা হেট হচ্ছে।

সরকারের ড. ইউনূসের প্রতি হিংসামূলক আচরণ বন্ধ করে তাকে যথাযথ সম্মান দেয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে  এরশাদ বলেন, তার মতো ব্যক্তিত্ব হতে পারতেন গোটা জাতির বিশেষ দূত। তিনি শুধু দেশের জন্যই সম্মান অর্জন নয় জাতীয় স্বার্থ আদায়ের ব্যাপারেও দায়িত্ব পালন করতে পারতেন।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়