Monday, September 30

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নিবে সিরিয়া


আন্তর্জাতিক ডেস্ক: রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করে ফেলার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সিরিয়া মেনে চলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

রোববার, দামেস্কে ইতালির সংবাদ ভিত্তিক আর এ আই টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার সরকার কেবল রাসায়নিক অস্ত্র কর্মসূচি বাতিলের বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকেই সমর্থন করে না, একই সাথে এই ধরনের অস্ত্র আইনবিরুদ্ধ ঘোষণা করে যে কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ গ্রহণের ব্যাপারেও আগ্রহী।

আসাদ আরো জানান, নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রস্তাবনার আলোচনায় আসার আগেই আমরা রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছে। আমাদের সম্মতির ভিত্তিতেই রাশিয়া এই প্রস্তবানার আহ্বান জানিয়েছিল। ২০০৩ সালে মধ্যপ্রাচ্যকে রাসায়নিক অস্ত্র মুক্ত অঞ্চল করার ব্যাপারে আমরাই নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিলাম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়