যশোর: সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ, গার্ড অব অনার ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে বীরশ্রেষ্ঠে নূর মোহাম্মদ শেখের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শাহাদৎ বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শার্শা উপজেলার কাশিপুর গ্রামে শহীদের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুল, সেক্টর কমান্ডার লে. কর্ণেল জিল্লুল, সিও কমান্ডিং অফিসার মতিউর রহমান, টু আইসি মেজর আবেদ রহমান, শহীদ পরিবারের পক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মনী ফজিলাতুন্নেছা, ছেলে গোলাম মোস্তফা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ সমাবেত হন।
শহীদের সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালরে ৫ সপ্টেম্বের যশোরে পাকবাহনিীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করনে । পরে এই মহান বীরকে যশোররে র্শাশা উপজলোর কাশপিুর গ্রামে সমাহতি করা হয়।---ডিনিউজ
শার্শা উপজেলার কাশিপুর গ্রামে শহীদের সমাধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রবিউল ইবনে কামরুল, সেক্টর কমান্ডার লে. কর্ণেল জিল্লুল, সিও কমান্ডিং অফিসার মতিউর রহমান, টু আইসি মেজর আবেদ রহমান, শহীদ পরিবারের পক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মনী ফজিলাতুন্নেছা, ছেলে গোলাম মোস্তফা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার মাহবুবুর রহমান ও সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ সমাবেত হন।
শহীদের সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালরে ৫ সপ্টেম্বের যশোরে পাকবাহনিীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করনে । পরে এই মহান বীরকে যশোররে র্শাশা উপজলোর কাশপিুর গ্রামে সমাহতি করা হয়।---ডিনিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়