Saturday, September 7

আগৈলঝাড়ায় বিদ্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগ


আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে চরম অনিয়মের পর খোদ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে অবৈধভাবে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাতিল চেয়ে অভিযোগ করেছেন এক প্রার্থী। 
উপজেলার নগরবাড়ি গ্রামের ওমর আলী খানের ছেলে শাহেদ খান গতকাল শনিবার  উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগে নগরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ স্থগিত করে পুনরায় নিয়োগ পরীক্ষার দাবী জানিয়ে বলেন, কর্তৃপক্ষের নির্ধারিত তারিখে অন্যান্যদের সাথে তিনিও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তিনি প্রথম হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের চুড়ান্ত নিয়োগ তালিকায় তার নামের পরিবর্তে একই গ্রামের কালাম খানের ছেলে টুকু খানকে নিয়োগ দেয়া হয়েছে বলেতিনি জানতে পারেন। সাহেদ  অভিযোগে আরও জানান, টুকু ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক খানের নাতি। বিদ্যালয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বাড়ির এলাকায় অবস্থিত। বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ ঢালী  অবৈধভাবে টুকুর কাছ থেকে ১লক্ষ টাকা নিয়ে নিয়োগ কমিটির অন্যান্য সদস্যদের ম্যানেজ করে অবৈধভাবে টুকুকে চাকুরী দেয়। তিনি ওই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ পরিক্ষা গ্রহনেরও আবেদন জানান। এব্যাপারে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম সরদার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, পূর্বের অভিযোগের সাথে এই অভিযোগটিও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আজ রোববার সাত দিনের সময় সাপেক্ষ তদন্ত রিপোর্ট চাওয়া হবে। রিপোর্ট পেয়ে প্রয়োজনে উপজেলা পরিষদের সভায় পরবর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।




আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগে চরম অনিয়মের পর খোদ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে অবৈধভাবে ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাতিল চেয়ে অভিযোগ করেছেন এক প্রার্থী। 
উপজেলার নগরবাড়ি গ্রামের ওমর আলী খানের ছেলে শাহেদ খান গতকাল শনিবার  উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগে নগরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ স্থগিত করে পুনরায় নিয়োগ পরীক্ষার দাবী জানিয়ে বলেন, কর্তৃপক্ষের নির্ধারিত তারিখে অন্যান্যদের সাথে তিনিও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তিনি প্রথম হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের চুড়ান্ত নিয়োগ তালিকায় তার নামের পরিবর্তে একই গ্রামের কালাম খানের ছেলে টুকু খানকে নিয়োগ দেয়া হয়েছে বলেতিনি জানতে পারেন। সাহেদ  অভিযোগে আরও জানান, টুকু ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক খানের নাতি। বিদ্যালয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বাড়ির এলাকায় অবস্থিত। বিদ্যালয় প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ ঢালী  অবৈধভাবে টুকুর কাছ থেকে ১লক্ষ টাকা নিয়ে নিয়োগ কমিটির অন্যান্য সদস্যদের ম্যানেজ করে অবৈধভাবে টুকুকে চাকুরী দেয়। তিনি ওই নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ পরিক্ষা গ্রহনেরও আবেদন জানান। এব্যাপারে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম সরদার অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, পূর্বের অভিযোগের সাথে এই অভিযোগটিও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আজ রোববার সাত দিনের সময় সাপেক্ষ তদন্ত রিপোর্ট চাওয়া হবে। রিপোর্ট পেয়ে প্রয়োজনে উপজেলা পরিষদের সভায় পরবর্তি কার্যক্রম গ্রহণ করা হবে।----ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়