নরসিংদী: বেসরকারী সাহায্য সংস্থা অর্গানাইজেশন অব ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর দি আন্ডারপ্রিভিলেজড(ওডপাপ) নরসিংদী ডিআইসি’র উদ্যোগে এইচআইভি/এইডস্ বিষয়ে বর্তমান প্রেক্ষাপটে ওডপাপ ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যক্রমে সাংবাদিক ফোরাম সদস্যদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার ওডপাপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি নিবারণ রায়।
প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের নরসিংদী জেলা সংবাদদাতা সরকার আদম আলী। বক্তৃতা করেন, ওডপাপ ম্যানেজার দিলীপ কুমার দাশ, ওডপাপ কাউন্সিলর রুবীয়া সাজ্জাদ মুক্তা, সাংবাদিক আবুল ফায়েজ, হলধর দাস, দৈনিক গ্রামীণ দর্পণ সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাহাবুব আলম, দৈনিক নরসিংদীর বাণী সম্পাদক ফারুক মিয়া, প্রীতিরঞ্জন সাহা, তোফাজ্জল হোসেন, এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম, মাসুম মিয়া প্রমুখ। বক্তাগন বলেন, তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়া জনগোষ্ঠি দেশের জন্য ক্রমান্বয়ে সমস্যা হয়ে দাড়িয়েছে। তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত এই জনগোষ্ঠী সমাজে এতই অবহেলিত যে, সমাজের মানুষ তাদের কথা চিন্তাও করে না। সমাজে তাদের কোন অবস্থানই নেই। যার ফলে তারা জীবনকে উশৃংখল পথে পরিচালিত করতে বাধ্য হচ্ছে। জড়িয়ে পড়ছে সমকামের মত জঘন্য অপরাধে। সমাজে ছড়াচ্ছে নানা ধরনের যৌনব্যধি। এতে সমাজের মানুষ এইচআইভি/এইড’র মত মারাত্মক রোগে আক্রান্ত হবার আশংকা দেখা দিয়েছে। এছাড়া তারা চাঁদাবাজী, তোলাবাজী এবং মারামারির মত অপরাধও করছে অবাধে। ওডপাপ এই অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে সংঘটিত করে বিভিন্নমুখী চিকিৎসা সেবা দানের মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং করে অপরাধমুক্ত করার উদ্যোগ গ্রহন করে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বক্তাগন সমাজের বিভিন্ন এনজিও দেরকে হিজড়া জনগোষ্ঠিকে সংঘটিত করার অনুরোধ জানান।---ডিনিউজ
প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের নরসিংদী জেলা সংবাদদাতা সরকার আদম আলী। বক্তৃতা করেন, ওডপাপ ম্যানেজার দিলীপ কুমার দাশ, ওডপাপ কাউন্সিলর রুবীয়া সাজ্জাদ মুক্তা, সাংবাদিক আবুল ফায়েজ, হলধর দাস, দৈনিক গ্রামীণ দর্পণ সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাহাবুব আলম, দৈনিক নরসিংদীর বাণী সম্পাদক ফারুক মিয়া, প্রীতিরঞ্জন সাহা, তোফাজ্জল হোসেন, এমডিএস’র নির্বাহী পরিচালক ফাহিমা খানম, মাসুম মিয়া প্রমুখ। বক্তাগন বলেন, তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিত হিজড়া জনগোষ্ঠি দেশের জন্য ক্রমান্বয়ে সমস্যা হয়ে দাড়িয়েছে। তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত এই জনগোষ্ঠী সমাজে এতই অবহেলিত যে, সমাজের মানুষ তাদের কথা চিন্তাও করে না। সমাজে তাদের কোন অবস্থানই নেই। যার ফলে তারা জীবনকে উশৃংখল পথে পরিচালিত করতে বাধ্য হচ্ছে। জড়িয়ে পড়ছে সমকামের মত জঘন্য অপরাধে। সমাজে ছড়াচ্ছে নানা ধরনের যৌনব্যধি। এতে সমাজের মানুষ এইচআইভি/এইড’র মত মারাত্মক রোগে আক্রান্ত হবার আশংকা দেখা দিয়েছে। এছাড়া তারা চাঁদাবাজী, তোলাবাজী এবং মারামারির মত অপরাধও করছে অবাধে। ওডপাপ এই অবহেলিত হিজড়া জনগোষ্ঠীকে সংঘটিত করে বিভিন্নমুখী চিকিৎসা সেবা দানের মাধ্যমে তাদেরকে কাউন্সিলিং করে অপরাধমুক্ত করার উদ্যোগ গ্রহন করে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বক্তাগন সমাজের বিভিন্ন এনজিও দেরকে হিজড়া জনগোষ্ঠিকে সংঘটিত করার অনুরোধ জানান।---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়