Monday, September 2

‘প্রধানমন্ত্রী সংসদ ভাঙার এখতিয়ার রাখেন’

দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন,“সংসদ কবে ভাঙবে সংবিধানে এ এখতিয়ার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।”
মন্ত্রী বলেন,“প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বর্তমান সংসদের মেয়াদ অক্টোবরে শেষ হবে নাকি জানুয়ারিতে শেষ হবে।”
সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনাসভায় সুরঞ্জিত এ কথা বলেন।
সংবিধানের ১২৩ এর ক ও খ ধারাতে বলা হয়েছে,সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে
একই অনুচ্ছেদের ৩ (খ) তে বলা হয়েছে, মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হইবে
আলোচনাসভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদ নেতা মীর আক্তার হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়াসহ আরো অনেকে।---পরিবর্তন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়