কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অর্ধলাক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক আগষ্ট মাসে অস্বাভাবিক ভুতুড়ে বিদ্যুৎ বিল পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এমনিতেই কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের বিদ্যুৎ গ্রাহকদের নানাভাবে হয়রানী অনিয়ম, দূর্নীতির অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। তারপর ঘন ঘন লোডশেডিং এর পরও জুলাই এবং বিশেষ করে আগষ্ট মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। আগস্ট মাসের ভতুড়ে বিদ্যুৎ বিল পেয়ে অধিকাংশ গ্রাহক জোনাল অফিসের ডিজিএম, এজিএম কম এবং অন্যান্য কর্মকর্তাদের স্মরণাপন্ন হওয়ার পরও তাদের পাত্তাই দিচ্ছেন না কর্মকর্তারা। শত শত পল্লী বিদ্যুৎ গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেছেন জুলাই মাসে অন্যান্য মাসের চাইতে বেশি বিদ্যুৎ বিল তাদের দেওয়া হলেও আগস্ট মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। আবাসিক এলাকার প্রায় ৯০ভাগ বিদ্যুৎ গ্রাহকদের আগস্ট মাসে ২/৪ গুণ চক্রহারে বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। গ্রাহকরা দিশে হারা হয়ে পল্লীবিদ্যুৎ অফিসের স্মরণাপন্ন হলেও তাদের নানা ভাবে সেবার পরিবর্তে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। প্রতিদিন জোনাল অফিসে এ ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকরা বিড় করছেন। ডিজিএম আবুল কালাম আজাদ ও অন্যান্য কর্মকর্তাদের কাছে বিল নিয়ে গ্রাহকরা অভিযোগ করতে গেলে তাদেরকে বলা হচ্ছে আপনারা বেশি করে বিদ্যুৎ ব্যবহার করায় বিল বেশি হয়েছে। বিল পরিশোধ করুন নতুবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ক্ষুদ্ধ গ্রাহকরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত আগস্ট মাসের অস্বাভাবিক বিদ্যুৎ বিল তদন্ত পূর্বক পল্লি বিদ্যুৎ কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবেন ততক্ষণ পর্যন্ত আমরা বিল পরিশোধ করব না। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়টি গ্রাহকরা উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনকেও অবহিত করেছেন। কিন্তু ভুক্তভোগীরা অদ্যবধি পর্যন্ত কোন উপকার পাচ্ছেন না। অপরদিকে গ্রাহকদের আরো অভিযোগ অতিরিক্ত লোডের অজুহাত দেখিয়ে ট্রান্সফরমার চার্জ নামে ২০-২৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। বিভিন্ন গ্রামে ট্রান্সফরমার বিকল হয়ে গেলে গ্রাহকদের টাকা দিয়ে ট্রান্সফরমার কিনতে হয়। এছাড়া পল্লী বিদ্যুতের নিজস্ব মিটার নিয়ে গ্রাহকদের গুরুতর অভিযোগ রয়েছে। এ ব্যাপারে কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম আবুল কালাম আজাদ’এর সাথে কথা হলে তিনি"কানাইঘাট নিউজকে" বলেন আগস্ট মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের যে অভিযোগ রয়েছে তা যুক্তিগত নয়। হয়ত ১০০-২০০ টাকা বিদ্যুৎ বিল বেশি হতে পারে এর বেশি হলে গ্রাহকরা লিখিত অভিযোগ দিলে তা খতিয়ে দেখা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
Polli bidduter kotha bole ar lav ki vai-Ora dakater cheyeo voyongkor, din-dupure chure korte boshe!
ReplyDelete