আগামী ১২ সেপ্টেম্বর গ্যাস সংযোগের দাবীতে জৈন্তাপুর উপজেলায়
হরতাল ডাকা হয়েছে। এ হরতালে অনেকেই
সমর্থন দিয়েছেন। একই
দাবীতে ঐদিন কানাইঘাটেও হরতাল চান অনেকেই। তাদের
বক্তব্য হচ্ছে, "হরিপুরের গ্যাসে
আগুন চলে কত এলাকার কত যে চুলায়। হরিপুর থেকে
কানাইঘাটের দুরত্ব তো মাত্র কয়েক কিলোমিটারও নয়। অথচ এখানকার লোকজন এখনো গ্যাসের সুবিদা থেকে বঞ্চিত। জৈন্তাপুরবাসীও এ সুবিদা থেকে বঞ্চিত। গ্যাস সংযোগের দাবীতে ১২ সেপ্টেম্বর জৈন্তাপুরে হরতাল ডাকা
হয়েছে। কানাইঘাটেও এদিন
হরতাল পালন করা যেতে পারে।" এমন বক্তব্য ও যুক্তি উপস্থাপন করে তারা কানাইঘাটের বিভিন্ন
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোকে হরতালের ডাক দেওয়ার জন্যে আহ্বান
জানান। এ বিষয়ে অনেকেই
ইতোমধ্যে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। এদিকে
এক যৌথ বিবৃতিতে কানাইঘাট স্টুডেন্টস' এসোসিয়েশন,
ঢাকা
বিশ্ববিদ্যালয়-এর সভাপতি এহসানুল হক জসীম ও সেক্রেটারী কদরুদ্দীন শিশির
সংশ্লিষ্টদের প্রতি হরতাল ডাকার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, যদি
কেউ হরতালের ডাক দেন তাহলে তারা সর্বাত্মক সমর্থন জানাবেন। ঢাকাস্থ কানাইঘাট ছাত্র পরিষদও হরতাল আহ্বানের
পক্ষে জ্বোরালো বক্তব্য পেশ করেছে। এ সংগঠনের সভাপতি
এইচ এম আব্দুল কাদির এবং সাধারণ সম্পাদক আব্দুল বাসিত এক যৌথ বিবৃতিতে বলেন,
প্রয়োজনে
তারা ঢাকায়ও এ নিয়ে আন্দোলন করবেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
১২ সেপ্টেম্বর কানাইঘাটে সকাল-সন্ধ্যা হরতাল চাই
ReplyDelete