ঢাকা : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যে প্রার্থী দেবো, তার জন্য কাজ করতে হবে। প্রার্থী পছন্দ না হলে শুধু নৌকা মার্কার দিকে চেয়ে ভোট দেবেন।
আজ বিকেলে গণভবনে তৃণমূল আওয়ামী লীগের সঙ্গে আলোচনা সভার সূচনা বক্তব্যে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন, `আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ও দেশের উন্নতিই আমাদের লক্ষ্য।'
সিলেট, ময়ংমনসিংহ, নোয়াখালী, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, খুলনা জেলা ও জেলার অর্ন্তগত উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিক, কাজী জাফরুল্লাহ, সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, উপদফতর সম্পাদক মৃণাল কানি্ত দাস প্রমুখ।---ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়