বাউল সম্রাট শাহ আবদুল করিমের চতুর্থ
মৃত্যুবার্ষিকী কাল। ২০০৯ সালের এই দিনে
সিলেটের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন
তিনি।
১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের
দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন
শাহ আবদুল করিম। ছোটবেলা থেকেই সংগীত
সাধনার সঙ্গে যুক্ত হন। তার গানের অনুপ্রেরণা স্ত্রী আফতাবুন্নেসা। স্ত্রীকে আদর করে সরলা বলে
ডাকতেন তিনি। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, দুঃখ, প্রেম-ভালবাসার পাশাপাশি তার গান
কথা বলেছে সব অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
ফকির লালন শাহ, পুঞ্জু শাহ ও দুদ্দু শাহর দর্শন থেকেই মূলত গানে অনুপ্রেরণা পান আবদুল করিম।
ছোটবেলা থেকেই অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন ঘাত-প্রতিঘাত জীবনে থাকলেও গান সৃষ্টি থেকে বিরত
থাকেননি এ বাউল সাধক। তিনি আধ্যাত্মিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন,
সাধক রশীদ উদ্দিন শাহ ও শাহ ইব্রাহীম মাস্তানের কাছ থেকে। শাহ আবদুল করিম শরিয়তি,
মারফতি, নবুয়ত, বেলায়াতসহ সব ধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও
করেছেন। তার লেখা বিখ্যাত গানের মধ্যে রয়েছে- গাড়ি চলে না, কেমনে ভুলিবো আমি বাঁচি না
তারে ছাড়া, কোন মেস্তরি নাও বানাইছে সহ প্রায় দেড় হাজার কালজয়ী গান সৃষ্টি করেছেন।---
ফার্স্ট
নিউজ বিডি
মৃত্যুবার্ষিকী কাল। ২০০৯ সালের এই দিনে
সিলেটের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন
তিনি।
১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের
দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন
শাহ আবদুল করিম। ছোটবেলা থেকেই সংগীত
সাধনার সঙ্গে যুক্ত হন। তার গানের অনুপ্রেরণা স্ত্রী আফতাবুন্নেসা। স্ত্রীকে আদর করে সরলা বলে
ডাকতেন তিনি। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, দুঃখ, প্রেম-ভালবাসার পাশাপাশি তার গান
কথা বলেছে সব অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।
ফকির লালন শাহ, পুঞ্জু শাহ ও দুদ্দু শাহর দর্শন থেকেই মূলত গানে অনুপ্রেরণা পান আবদুল করিম।
ছোটবেলা থেকেই অর্থনৈতিক সংকটসহ বিভিন্ন ঘাত-প্রতিঘাত জীবনে থাকলেও গান সৃষ্টি থেকে বিরত
থাকেননি এ বাউল সাধক। তিনি আধ্যাত্মিক ও বাউল গানের দীক্ষা লাভ করেছেন কামাল উদ্দীন,
সাধক রশীদ উদ্দিন শাহ ও শাহ ইব্রাহীম মাস্তানের কাছ থেকে। শাহ আবদুল করিম শরিয়তি,
মারফতি, নবুয়ত, বেলায়াতসহ সব ধরনের বাউল গান এবং গানের অন্যান্য শাখার চর্চাও
করেছেন। তার লেখা বিখ্যাত গানের মধ্যে রয়েছে- গাড়ি চলে না, কেমনে ভুলিবো আমি বাঁচি না
তারে ছাড়া, কোন মেস্তরি নাও বানাইছে সহ প্রায় দেড় হাজার কালজয়ী গান সৃষ্টি করেছেন।---
ফার্স্ট
নিউজ বিডি
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়