Wednesday, September 18

নালিতাবাড়ী সীমান্তে বিজিবি’র সেমিনার

শেরপুর: সীমান্তে মাদক, নারী ও শিশু পাচাররোধ এবং অবৈধ কর্মকান্ড বন্ধ করতে জনসাধারনের সচেতনতার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীর বারমারী খ্রিষ্টান ধর্মপল্লীর সভাকক্ষে বুধবার সকালে সেমিানার, বর্নাঢ্য র‌্যালী ও প্রমান্যচিত্র প্রদর্শন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ময়মনসিংহ বিজিবি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ২৭ বিজিবির ই’ কোম্পানী কমান্ডার সুবেদার অরবিন্দু মন্ডল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বারমারী খ্রীষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ট ফাদার নিকোলাস চিসিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নায়েব সুবেদার নাসীর উদ্দিন, সাংবাদিক এম.সুরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, আ.লীগ নেতা বিল্লাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নায়েব সুবেদার রাধিকা রঞ্জন ঘোষ, আব্দুল হালিম, শিক্ষক জনমাংসাং, রহিম সওদাগর, জামাল উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য, সুধী ও সচেতন মহলের ব্যক্তিবর্গ। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়