Thursday, September 5

সংকট উত্তরণে নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই : মওদুদ

নোয়াখালী : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ বলেছেন, ক্ষমতায় থেকে নির্বাচন করার সরকারের পরিকল্পনা কোনোদিন সফল হবে না। ১৮ দলীয় জোট দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারের পরিবর্তন আনবে।

বৃহস্পতিবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

তিনি বলেন, সরকারের বোঝা উচিত, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। সরকার যতই কলাকৌশল করুক, সংকট উত্তরণে নির্দলীয় সরকারের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর অধীনে কোনো নির্বাচন হবে না এবং ১৮ দলীয় জোট হতে দেবে না। নির্দলীয় সরকারের দাবিতে বিশ্বব্যাপী জনমত তৈরি হয়েছে। 

মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের প্রতিরোধ ও প্রতিবাদ করতে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এ আন্দোলনে রাজপথ, রেলপথ, সড়কপথ, নৌপথ অবরোধসহ সব রাজনৈতিক কর্মসূচি দেয়া হবে। তখন সরকার পালানোর পথ পাবে না। 

কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফোরকান-ই-আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী, বিএনপির নেতা আবদুল্লাহ-আল নোমান, আবু বাহার, মো. শাহাব উদ্দিন, নাজমুল হুদা প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়