ঢাকা: বাংলাদেশের গার্মেন্ট শিল্পে চলমান অস্থিরতার জন্য সরকারের এক মন্ত্রীকে দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মন্ত্রীর নাম উল্লেখ করেননি তিনি।
মির্জা ফখরুল বলেন, “অত্যন্ত সুপরিকল্পিত ও সুচতুরভাবে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। রানা প্লাজা ধসের পর যখন এই খাত শান্ত তখন একজন মন্ত্রী এই খাতের শ্রমিকদের নেতা হিসেবে আবির্ভূত হলেন। জোর করে শ্রমিকদের নিয়ে এসে সমাবেশ করলেন, গোলযোগ সৃষ্টি করলেন। এরই ফলে এই নৈরাজ্য। দেশের অর্থনীতি যাতে দাঁড়াতে না পারে, মুখ থুবড়ে পড়ে যায় সেজন্য এই মন্ত্রীর নেতৃত্বে নতুন খেলা শুরু হয়েছে।”
আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনায় এসব অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, গার্মেন্ট শিল্পের সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “নিজেদের ঘোষণা অনুযায়ী এ সরকারের মেয়াদ আছে মাত্র চার সপ্তাহ। কিন্তু আগামী নির্বাচন হবে কিনা, কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সবার মাঝে উদ্বেগ রয়েছে। এ সংকট উত্তরণে দেশী-বিদেশী চাপ থাকলেও সরকার সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কথা বলছে।”
বিএনপি চেয়ারপার্সনের দেশব্যাপী সমাবেশ শেষ হলে নির্দলীয় সরকারের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে- এমন মন্তব্য করে তিনি বলেন, “সবাইকে সে আন্দোলনে অংশ নিতে হবে এবং সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।”
এ সময়, আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন “বিএনপিই একমাত্র মুক্তিযোদ্ধাদের দল আর আওয়ামী লীগ শরণার্থীদের দল। কারণ তারা মুক্তিযুদ্ধ করেনি।”
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল রহমান খান, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন, প্রবীণ রাজনীতিবিদ অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রোমেল ফারহানাসহ আরো অনেকে।--ডিনিউজ
মির্জা ফখরুল বলেন, “অত্যন্ত সুপরিকল্পিত ও সুচতুরভাবে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। রানা প্লাজা ধসের পর যখন এই খাত শান্ত তখন একজন মন্ত্রী এই খাতের শ্রমিকদের নেতা হিসেবে আবির্ভূত হলেন। জোর করে শ্রমিকদের নিয়ে এসে সমাবেশ করলেন, গোলযোগ সৃষ্টি করলেন। এরই ফলে এই নৈরাজ্য। দেশের অর্থনীতি যাতে দাঁড়াতে না পারে, মুখ থুবড়ে পড়ে যায় সেজন্য এই মন্ত্রীর নেতৃত্বে নতুন খেলা শুরু হয়েছে।”
আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনায় এসব অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খানের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, গার্মেন্ট শিল্পের সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “নিজেদের ঘোষণা অনুযায়ী এ সরকারের মেয়াদ আছে মাত্র চার সপ্তাহ। কিন্তু আগামী নির্বাচন হবে কিনা, কোন পদ্ধতিতে হবে তা নিয়ে সবার মাঝে উদ্বেগ রয়েছে। এ সংকট উত্তরণে দেশী-বিদেশী চাপ থাকলেও সরকার সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন করার কথা বলছে।”
বিএনপি চেয়ারপার্সনের দেশব্যাপী সমাবেশ শেষ হলে নির্দলীয় সরকারের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে- এমন মন্তব্য করে তিনি বলেন, “সবাইকে সে আন্দোলনে অংশ নিতে হবে এবং সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।”
এ সময়, আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন “বিএনপিই একমাত্র মুক্তিযোদ্ধাদের দল আর আওয়ামী লীগ শরণার্থীদের দল। কারণ তারা মুক্তিযুদ্ধ করেনি।”
সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউল রহমান খান, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি আবুল হোসেন, প্রবীণ রাজনীতিবিদ অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রোমেল ফারহানাসহ আরো অনেকে।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়