যশোর: যশোর শহরের জজকোর্টের মোড়ে প্রকাশ্যে দুই কনস্টেবলের মধ্যে হাতাহাতি পর্যায় থেকে জখম ঘটনাটি পুলিশের সিনিয়র অফিসার জানার পরও অজ্ঞাতকারনে নিশ্চুপ হওয়ায় পুলিশের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
পুলিশের নির্ভরযোগ্য সুত্রগুলো জানিয়েছেন, যশোর জজকোর্টের হাজত খানায় কর্মরত বকশীর দায়িত্বে নিয়োজিত কনস্টেবল আবু মুরাদের সাথে জজকোর্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানের গত রোববার মাগরিবের নামাজের পর হাতাহাতির এক পর্যায় লাঠি দিয়ে মাথায় আঘাতের ঘটনায় হাসপাতাল পর্যন্ত গড়ায়। জনগনের সামনে পোশাক ধারী দুই কনস্টেবলের মারমারী সকলকে হতবাক করে দেয়। এ ঘটনার বিষয় যশোর সহকারী পুলিশ সুপার সদর রেশমা পারভিন জানতে পেরে ট্রাফিক অফিসে আসে। তিনি ট্রাফিক অফিসে কর্মরত জিল্লুর রহমান ও আবু মুরাদের কাছে শুনে তাদেরকে অভিযোগ দেয়ার কথা বলে চলে যান। পরে অজ্ঞাত কারনে বিষয়টি আস্তে আস্তে চেপে যায়। ---ডিনিউজ
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়