Saturday, September 28

সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয় : ড. আকবর আলী

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, মানুষের জন্য সংবিধান। বর্তমান পরিস্থিতির সমাধান চাইলে আরও পরিশ্রম করতে হবে। ভাল লোক রাজনীতিতে আসতে হবে। আমরা যে পথে চলছি, তাতে আশু সমাধানের পথ দেখছি না। আইন-কানুনের কারণেও সম্ভব নয়। মনে রাখতে হবে, সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয়।
রাজনীতিবিদরা নাটক করেন বলেই টকশো এত জনপ্রিয় এমন মন্তব্য করে তিনি বলেন, তারা যদি নাটক না করতেন, তাহলে মানুষ টকশো দেখতেন না। আজ সকালে রাজধানীর গুলশান কাবে ‘দ্য ঢাকা ফোরাম’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ উপলে ‘শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র সুসংহতকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। টকশো’র সমালোচকদের উদ্দেশে এ অর্থনীতিবিদ বলেন, বলা হয় টকশো’তে আজেবাজে কথা বলা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে।
কিন্তু টকশো’ সবচেয়ে জনপ্রিয় এখন। টকশো’ বন্ধ হলে মানুষ বিবিসি, ভয়েস আমেরিকা শুনবেন, বিটিভি দেখবে না। এতে করে গুজব ছড়াবে রাস্তায় রাস্তায়। মনে রাখতে হবে, কিলিয়ে কাঁঠাল পাকানো যায় না। অনুষ্ঠানে ড. শাহদীন মালিক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহবুবুল আলম, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়