Monday, September 30

কানাইঘাটে নারীদের নিয়ে বিশাল মানব বন্ধন

নিজস্ব প্রতিবেদক:
 মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে নারীদের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের সামনে উক্ত মানব বন্ধনে তৃণমূল পর্যায়ের বিভিন্ন পেশার কয়েক’শ নারী  ও হাজারো স্কুল ছাত্রী প্রশাসনের কর্মকর্তা, মহিলা জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করে। আধাঘন্টাব্যাপী এ মানব বন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস, কানাইঘাট থাকার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ফারুক আহমদ চৌধুরীসহ সাংবাদিক ও এনজিও কর্মীরা অংশ গ্রহণ করেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়