নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাটে দীর্ঘ ১২ দিন পর ও নিখোঁজ এক পাথর ব্যবসায়ীকে খুঁজে না পওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। নিখোজের পরিবারে চলছে সুখের মাতম। নিখোজ এই পাথর ব্যবসায়ীর নাম রেজওয়ানুল হক (২৬)। তিনি উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউপির কান্দলা গ্রামের রায়হান আলীর পুত্র। এ ব্যাপারে তার পিতা রায়হান আলী গত ১লা সেপ্টেম্বর পুলিশ সুপার বরাবরে একটি সাধারণ ডায়রীর আবেদন করেছেন। আবেদন থেকে জানা যায়, নিখোঁজ পাথর ব্যবসায়ী রেজওয়ান দীর্ঘদিন থেকে লোভা পাথর কুয়ারী থেকে পাথর সংগ্রহ করে কানাইঘাট বাজারের ব্যবসায়ী আব্দুল মালিক উরফে মালিক ট্রেডার্সের নিকট বিক্রি করে আসছিলেন। গত ১২ আগষ্ট উক্ত মালিক ট্রেডার্স ব্যবসায়ীক লেনদেনের জের ধরে রেজওয়ানুল হককে কানাইঘাট বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আটক করে মারপিট করেন এবং জোরপূর্বক ৩/৪টি ব্ল্যাংক চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেন। পরে তিনি কানাইঘাট থানা পুলিশকে খবর দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে এনে মিথ্যা অপবাদ দিয়ে রেজওয়ানুল হককে পুলিশে সোপর্দ করেন। পরবর্তিতে তিনি আবার তাকে থানা থেকে ছাড়িয়ে এনে মামলার ভয় দেখিয়ে কয়েটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেন। এ ঘটনার পর গত ২২ আগষ্ট সকাল ১০টায় রেজওয়ানুল হক ব্যবসায়ীক কাজে সিলেট শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কানাইঘাট বাজারে যায়। কিন্তু ২দিন পরও বাড়ী ফিরে না আসায় তার স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজি করে কোন সন্ধান পান নাই। এ বিষয়ে নিখোঁজের পিতা রায়হান আলী কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করতে এলে থানা কর্তৃপক্ষ ইহা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। তিনি তার আবেদনে আরও উল্লেখ করেন যে, ব্যবসায়িক লেনদেনের কারণে মালিক ট্রেডার্স তার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য কোন অজ্ঞাতস্থানে রেজওয়ানুল হককে আটক করে রেখেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়