ঢাকা: অর্থমন্ত্রীর অসহযোগিতার কারণে সংসদীয় কমিটির করা অনেক সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বী মিঞা। অর্থ মন্ত্রণালয়কে একটি খারাপ মন্ত্রণালয় বলে মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে ‘মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে মানবাধিকার কর্মীদের ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
মানবাধিকার রক্ষায় আলাদা মন্ত্রণালয়ের প্রয়োজনীয়তা থাকলেও অর্থমন্ত্রী খোঁড়া যুক্তি দেখিয়ে অর্থছাড় দেবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন ফজলে রাব্বী। মন্ত্রীর সমালোচনা করে অর্থ মন্ত্রণালয়কে একটি খারাপ মন্ত্রণালয় বলে মন্তব্য করেন তিনি।--ডিনিউজ
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়