Wednesday, September 18

কুয়াকাটার মম্বিপাড়ায় মন্দির ভবনের উদ্বোধন

কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া সৎসঙ্গ কেন্দ্রের নির্মানাধীন মন্দির ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কুয়াকাটা সংলগ্ন  মম্বিপাড়ায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হিন্দু ধর্মের পরম অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের প্রো-পৌত্র, ভারতের দেওঘরে অবস্থিত বিশ্ব সৎসঙ্গ কেন্দ্রের পরবর্তী আচার্য্য অনিন্দ দ্যুতি চক্রবর্তী (বিংকি দা)। সমুদ্র সৈকতের কুয়াকাটার নিকটবর্তী মম্বিপাড়া গ্রামে পাঁচ একর জমির উপর প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে সৎসঙ্গ কেন্দ্রের মন্দির ভবনটি নির্মান করা হয়।  
বিশ্ব সৎসঙ্গ কেন্দ্রের পরবর্তী আচার্য্য অনিন্দ দ্যুতি চক্রবর্তী  (বিংকি দা) এর আগে মম্বিপাড়া সৎসঙ্গ কেন্দ্রে এসে  পৌছালে উপস্থিত হিন্দু নারীরা কুলু ধ্বনি, শংখ ধ্বনি আর পুস্প ছিটিয়ে তাকে বরণ করে নেয়। আধুনিক কারুকার্য, উন্নত নির্মান শৈলীতে দৃষ্টি নন্দন এ স্থাপত্যিক নিদর্শনটি কুয়াকাটায় আগত পর্যটকদের দৃষ্টি কাড়বে। উদ্বোধনের পর কুয়াকাটায় আগত দেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু নর-নারীরা এখানে পূজা অর্চনা করেন। 
আনুষ্ঠানিক উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সৎসঙ্গ কেন্দ্রের সাধারণ সম্পাদক সুব্রত আদিত্য, কলাপাড়া সৎসঙ্গ কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সূধন্য  কর্মকার গোসাই, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার, কলাপাড়া মহিলা সৎসঙ্গ কেন্দ্রের সভানেত্রী শুভ্রা চক্রবর্তী প্রমুখ।
আধুনিক কারুকার্য, উন্নত নির্মান শৈলীতে দৃষ্টি নন্দন এ স্থাপত্যিক নিদর্শনটি কুয়াকাটায় আগত পর্যটকদের দৃষ্টি কাড়বে। উদ্বোধনের পর কুয়াকাটায় আগত দেশের বিভিন্ন অঞ্চলের হিন্দু নর-নারীরা এখানে পূজা অর্চনা করেন।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়