Wednesday, September 25

নির্বাচনকে নিরপেক্ষ করতে চাইলে সংলাপ করতে হবে: খন্দকার মোশাররফ

ঢাকা : বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনকে নিরপেক্ষ করতে চাইলে সরকারকে আলাদাভাবে বিরোধী দলের সঙ্গে সংলাপ করতে হবে।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্য জোট আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইলে স্পিকারের উচিত সরকারকে সংলাপের পরামর্শ দেওয়া। তাছাড়া বিএনপি সংসদে এসে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে কোনো লাভ হবে না।
 
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদষ্টো এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী, বিএনপির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার নাছির উদ্দীন অসিম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান মো. হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়