Wednesday, September 11

আলোচনা ব্যর্থ হলে সিরিয়ায় হামলা: ওবামা


ঢাকা: সিরিয়ায় হামলার অনুমোদন চেয়ে কংগ্রেসের ভোটাভুটি স্থগিতের পাশপাশি সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনা এগিয়ে নিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বললেন, আলোচনা ব্যর্থ হলে সিরিয়ায় হামলা চালানো হবে।

রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দিতে রাজি হওয়ায়, সিরিয়ায় হামলার বিষয়ে কংগ্রেসের ভোট স্থগিত করেছেন ওবামা। কি প্রক্রিয়ায় অস্ত্র সমর্পণ হতে পারে, তা নিয়ে সরাসরি রাশিয়ার সাথে কথা বলতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে নির্দেশও দিয়েছেন তিনি। তবে এরপরও এ কূটনৈতিক প্রচেষ্টার সাফল্য নিয়ে সংশয় রয়েছে ওবামার। ফলে সিরিয়ার হামলার প্রস্তুতি থেকে আপাতত সরে আসছেননা তিনি।

ওবামা বলেন “আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি, আসাদ সরকারকে চাপে রাখতে, কিংবা যদি কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়, সেক্ষেত্রে বর্তমানে তারা যেরকম প্রস্তুতি নিয়ে রেখেছে, তা যেন অব্যাহত থাকে।”

সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে তুলে দেয়ার বিষয়টি সময় সাপেক্ষ হবে বলেই মনে করছেন  ওবামা।

এ নিয়ে এরই মধ্যে রাশিয়ার সাথে মতবিরোধ শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোর। এ কারণে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও স্থগিত হয়ে যায়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও  যুক্তরাজ্য চাইছে, জাতিসংঘ নীতিমালার অধ্যায় সাত অনুযায়ী, রাসায়নিক অস্ত্রের মজুদ জমা দেয়ার জন্য সিরিয়াকে সময় বেঁধে দেয়া হোক। যা না মানলে সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে। তবে আসাদ সরকারকে দায়ী করে বাধ্যতামূলক কোন প্রস্তাব দিতে রাজি নয় রাশিয়া।-ে---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়