Monday, September 2

কেশবপুর পৌর শহরের দু’শতাধিক পরিবার পানিবন্দি

কেশবপুর (যশোর): পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কেশবপুর পৌর শহরের পোষ্ট অফিস পাড়া ও সাহাপাড়ায় দু’শতাধিক পরিবার দীর্ঘ ২৫ বছর ধরে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া পানিনিষ্কাশনের ড্রেন গুলো ভেঙ্গে যাওয়ায় শহরের ব্যস্ততম হাসপাতাল সড়কের উপজেলা মোড়সহ বিভিন্ন সড়ক সামান্য বৃষ্টিতে জলামগ্ন হয়ে পড়ায় পথচারিরা দুর্ভোগের শিকার হচ্ছে। এব্যাপারে ভুক্তোভুগিরা পৌরসভার মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন।  
জানা গেছে, কেশবপুর শহরের পোষ্ট অফিস পাড়া ও সাহা পাড়ার পানি নিষ্কাশনের কোন সু-ব্যবস্থা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের পোষ্ট অফিস পাড়া ও ১ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসিন্দারা দীর্ঘ ২৫ বছর ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়ে পড়ে। সোমবার সকালে দু’ঘন্টা ব্যাপী ভারী বৃষ্টিপাতে পোষ্ট অফিস পাড়া ও সাহাপাড়ায় বসিন্দারা চরম জলাবদ্ধতার শিকার হয়েছে। পোষ্ট অফিস পাড়ার বাসিন্দা আশরাফ-উজ-জামান খান জানান, এভাবে পানিবন্দি হয়ে থাকলে প্রতি পরিবারে ঠান্ডা জনিত রোগ ও ডায়রিয়া দেখা দিবে। তিনি গত ২৩ বছর ধরে এ এলাকায় বসবাস করলেও পানি নিষ্কাশনের কোন সু-ব্যবস্থা করার উদ্যোগ কেউ গ্রহন করেনি। অপরদিকে উপজেলা মোড়ের বাসিন্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন তিনি সব কিছু জেনে শুনেও পানি নিষ্কাশন সমস্যাদূর করার কোন ব্যবস্থা না নেয়ায় পৌরবাসি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এ ছাড়া পানিনিষ্কাশনের ড্রেন গুলো ভেঙ্গে যাওয়ায় শহরের ব্যস্ততম হাসপাতাল সড়কের উপজেলা মোড়সহ বিভিন্ন সড়ক সামান্য বৃষ্টিতে জলামগ্ন হয়ে পড়ায় পথচারিরা চরম দূর্ভোগের শিকার হচ্ছে। এব্যাপারে ভুক্তোভুগি পৌরবাসিসহ পথচারীরা পৌরসভার মেয়রের সুদৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে মেয়র আব্দুস সামাদ বিশ্বাস জানান, পানি নিষ্কাশন করার ব্যবস্থা নেয়া হবে । ---ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়