Thursday, September 12

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ডাকাত আটক


ঝিনাইদহ: রাতে নির্জন মেঠো রাস্তায় পথচারীদের থামিয়ে গণডাকাতির সময় ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আব্দুল মান্নান (৩৩) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। মান্নান হরিণাকন্ডুু উপজেলার শ্রীপুর গ্রামের এমদাদ হোসেনের ছেলে। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গোপিনাথপুর গ্রামের মাঠে ক্যানেলের রাস্তায় এ গণডাকাতির ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু থানা পুলিশের একটি টহল দল হরিণাকুন্ডু-আলমডাঙ্গা সড়কের গোপিনাথপুর গ্রামের মাঠে অভিযান চালায়। এ সময় মাঠের রাস্তায় পথচারীদের থামিয়ে রাতে গণডাকাতির সময় মান্নান নামে এক ডাকাতকে আটক করা হয়। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি মামলা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়