ঢাকা : দেশের পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা এবং বৈষম্য দূরীকরণে ১১টি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে পোশাক কারখানা পরিদর্শন বিষয়ক কমিটি।
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্প রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর কাছে এই প্রতিবেদন জমা দেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকি।
বৈঠকে আবদুল লতিফ সিদ্দিকি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এলে তৈরী পোশাক শিল্পসহ সব ক্ষেত্রে সমস্যা দূর হবে।
তিনি বলেন, ‘১১টি সাব-কমিটির কাছ থেকে আসা ১১টি প্রতিবেদন পর্যালোচনা করে ১১টি সুপারিশ করা হয়েছে। ২২৭টি পোশাকশিল্প পরিদর্শন করে এ প্রতিবেদন প্রণীত হয়েছে। প্রতিবেদনটি আরো পর্যালোচনা করে আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।’
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বৈঠকে উপস্থিত ছিলেন।--ডিনিউজ
বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাকশিল্প রক্ষাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর কাছে এই প্রতিবেদন জমা দেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকি।
বৈঠকে আবদুল লতিফ সিদ্দিকি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এলে তৈরী পোশাক শিল্পসহ সব ক্ষেত্রে সমস্যা দূর হবে।
তিনি বলেন, ‘১১টি সাব-কমিটির কাছ থেকে আসা ১১টি প্রতিবেদন পর্যালোচনা করে ১১টি সুপারিশ করা হয়েছে। ২২৭টি পোশাকশিল্প পরিদর্শন করে এ প্রতিবেদন প্রণীত হয়েছে। প্রতিবেদনটি আরো পর্যালোচনা করে আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।’
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বৈঠকে উপস্থিত ছিলেন।--ডিনিউজ
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়