Saturday, September 28

সেনাবাহিনী ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : সুজন

ঢাকা: সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড.বদিউল আলম মজুমদার বলেছেন, সেনাবাহিনী ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। শনিবার জাতীয় প্রেসকাবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বদিউল আলম বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাসের মাধ্যমে ভোটদানে প্রভাবিত করে। নির্বাচন কমিশন ৫টি সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরেও আবার কেন ইলেকশন কমিশনকে শক্তিশালী করার দাবি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম. হাফিজ উদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সমন্বয়ক ড. জাফর উল্লাহ চৌধুরী, পুলিশের সাবেক আইজিপি এসএম শাজাহান প্রমুখ।--ডিনিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়